Hot Posts

6/recent/ticker-posts

ইসরায়েলকে ‘নিষ্ক্রিয়’ করতে ইরানের পরিকল্পনা রয়েছে: গিদোন সার

 ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে—এমন অভিযোগ তুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সার। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে এ দাবি করেন।



এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে গিদোন সার জানান, ইরান ইসরায়েলকে ধ্বংস করতে একটি সুসংগঠিত কৌশল তৈরি করেছে। তিনি বলেন, “ইসরায়েলের অস্তিত্বের উপর এই হুমকি আমরা মেনে নিতে পারি না এবং তা কখনোই গ্রহণযোগ্য নয়।”


চিঠিতে সার উল্লেখ করেন, ইরানের পরমাণু কর্মসূচিতে অগ্রগতি দেখা দেওয়ার পরই ইসরায়েল প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেয়। এই হামলার উদ্দেশ্য ছিল আসন্ন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা এবং তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনীর কার্যক্রম প্রতিরোধ করা। তিনি আরও জানান, এই পদক্ষেপ ছিল ইসরায়েলের “চূড়ান্ত বিকল্প”।


এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেছেন। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই ফোনালাপ করেন। পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ বিবেচনার প্রেক্ষাপটেই এই আলোচনা হয়েছে।


নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রেখেছেন।


সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল

Post a Comment

0 Comments