Hot Posts

6/recent/ticker-posts

“হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ‘ঘোড়দৌড়’ অনুষ্ঠিত হবে মনোহরদীতে”

“হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ‘ঘোড়দৌড়’ অনুষ্ঠিত হবে মনোহরদীতে”
আবহমান গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। একসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ছিল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এই খেলাটি। তবে নরসিংদী জেলার মনোহরদী থানার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর তালুকদার বাড়ির যুব সমাজের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর,রোজ শুক্রবার,দুপুর ২.০০ ঘটিকা সময়, ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় আপনি এবং আপনার পরিবারের সকলেই আমন্ত্রিত । 

 প্রথম পুরস্কার : একটি গরু 
দ্বিতীয় পুরস্কার : একটি খাসি 
তৃতীয় পুরস্কার : একটি ভেড়া 
এছারাও রয়েছে আরো তিনটি আকর্ষণীয় পুরস্কার।
 সৌজন্যে : রমজান হোসেন তালুকদার 

 লোকেশন: অর্জুনচর তালুকদার বাড়ির পূর্ব পাশে,চন্দনবাড়ী, মনোহরদী, নরসিংদী।

Post a Comment

0 Comments